নিজস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে রুহি আক্তার (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুন) উপজেলার হায়াতকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহি উপজেলার শোল্লা ইউনিয়নের উলাইল গ্রামের রুহুল বেপারীর মেয়ে। সে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের এইচএসসির একজন পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলা সদর থেকে প্রাইভেট পড়া শেষ করে একটি ইজিবাইকে করে বাড়িতে ফিরছিলেন। বাড়িতে ফেরার সময় হায়াতকান্দা নামক স্থানে এলে ইজিবাইকের সিটের নিচে নিহত রুহির ওড়না ইজিবাইকের চাকার সাথে পেঁচিয়ে গেলে তাৎক্ষণিক ভাবে ইজিবাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় রুহি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মহিদুর রহমান জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।