নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র্যাবের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ২টি বাটযুক্ত লম্বা ছুড়ি, ১টি কুড়াল, ১ টি চাপাতি, ৬টি মোবাইল ও নগদ টাকাসহ ডাকাত দলের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
সোমবার (২৪ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১০ সাংবাদিকদের এর তথ্য জানান।
র্যাব-১০ সূত্রে জানান যায়, রবিবার (২৩ জুন) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। পরে অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি বাটযুক্ত লম্বা ছুড়ি, ১টি কুড়াল, ১ টি চাপাতি, ৬টি মোবাইল ও নগদ টাকাসহ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার মুলাদী থানার কাজীরচর এলকার মৃত হারুন সরদার এর ছেলে নান্নু সরদার (৫৩), কাজীরহাট থানার পশ্চিম রতনপুর এলাকার আলাব আকন এর ছেলে মোঃ রাজু আহমেদ (৫০), একই এলাকার আলাবক্স আকন এর ছেলে মোঃ হুমায়ুন (৪১), মুলাদী থানার চরবাহাদুরপুর এলাকার মৃত আব্দুল গনি সিকদার এর ছেলে মোঃ হানিফ (৫০),রংপুর জেলার পীরগঞ্জ থানার দোরা মিঠাপুর এলাকার মৃত তালেব এর ছেলে মোঃ তাহিরুল (৩৮), নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষনপুর এলাকার মৃত মজিবর রহমান এর ছেলে মোঃ রেজাউল করিম (৩২)।