সিনিয়র প্রতিবেদক :
“স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) বিকেল ৫টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ার্যমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজসহ আরও অনেকে।
উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহ ৮ তারিখ হতে আগামী ১৪ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।