23 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

কেরানীগঞ্জে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনের এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা- ২ এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত এলাকার ঢাকা -২ এর উপ-সহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ কামরুন নাহার।

কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নয়াবাজার কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি, সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হাজী মোস্তফা কামালসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!