সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া হলের বাজারে এক রাতে ৩ দোকানে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এতে চুরি হওয়া দোকান থেকে নগদ প্রায় ৪৫ হাজার টাকা লুট হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী দোকানদাররা। শুক্রবার (৭ জুন) দিবাগত রাতের এ ঘটনা ঘটে বলে জানান তারা।
এ ঘটনায় চোরের দল একটি কসমেটিকস এর দোকান, একটি ফার্মেসি ও একটি মোবাইল ফোনের দোকানের শাটার ভেঙ্গে ভেতরে ঢোকে বলে জানা যায়।
চুরি হওয়া দোকান ভাই ভাই ভ্যারাইটিস ষ্টোরের মালিক মিজানুর রহমান জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। পরে সকালে এসে দেখেন শাটার ভাঙ্গা ও ক্যাশ বাক্সে থাকা ২ হাজার টাকা নেই।
বন্ধু মেডিসিন কর্নারের মালিক শাহাদাৎ হোসেন বলেন, আমার দোকানে শাটার ভেঙ্গে দোকানের ভেতর প্রবেশ করে চোর। পরে আমার ক্যাশের ডয়ার থেকে ৩৫ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা ।
আছিয়া টেলিকমের মালিক আমজাদ হোসেন জানায়, দোকান থেকে ৩ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড নিয়ে গেছে চোরচক্রটি।
এ ঘটনায় সুতারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে মিজান সুপার মার্কেট পরিদর্শন করেছি। এটা খুবই দুখঃজনক ঘটনা। তবে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে চোর চক্রটিকে চিহ্নিত করতে পুলিশকে সহয়তা করবো।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশিদ বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন দোহার থানা পুলিশ। চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।