নিজস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে আলী আকবর হিনু নামে এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলী আকবর হিনু শুক্রবার রাতে ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। পরে তার স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে শনিবার ভোরে আলী আকবর হিনু মারা যায়।
এ বিষয়ে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হওয়ার খবর আমাদের কেউ অবগত করেননি।
এ ঘটনায় নবাবগঞ্জ থানার উপ-পরির্দশক অজিত কুমার বলেন, নিহতের স্বজনরা আমাদেরকে এই বিষয়ে কেউ জানায়নি।