26 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নারায়ণগঞ্জে ৪ হাজার ২১৫ বোতল রেকটিফাইড স্প্রিডসহ গ্রেপ্তার-৭

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে ৪ হাজার ২১৫ বোতল রেকটিফাইড স্প্রিড এ্যালকোহলসহ ১ জন মাদক ব্যবসায়ী ও ৬ জন মাদক বহনকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (৫ জুন) মুন্সিগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ সিপিসি-১, র‌্যাব-১১ এর উপ-পরিচালক কোম্পানী কমান্ডার অনাবিল ইমাম মেজর এর তথ্য সাংবাদিকেদের জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার সদর থানার আট ল‏‏‏²ীগঞ্জ ৩নং ওয়ার্ড এর মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৬), লোহারপুল ৭নং ওয়ার্ড মৃত মোজাফ্ফ মাঝি ছেলে মোঃ মনির হোসেন (৩০), টরকী এলাকার মোঃ মিনাল মোল্লার ছেলে মোঃ সুমন মোল্লা (২২), ২নং ওয়ার্ড এর ভুট্টা চার্জেরবাগ এলাকার পিতা মৃত শামছুদ্দিন ঢালী এর ছেলে মোঃ শাহাবুদ্দিন ঢালী (৩৭), ৮নং ওয়ার্ড দক্ষিণ ইসলামপুর এলাকার মোঃ শরিয়তউল্লাহ এল ছেলে মোঃ সোহাগ রানা (৩৫), উত্তর কোর্টগাঁও এর মোঃ আজিম উদ্দিন এর ছেলে মোঃ আশিক (২৬), ৮নং ওয়ার্ড জুগনীঘাট এলাকার ১নং ওয়ার্ড উত্তর চর আবাবিল গ্রামের মৃত ছমিত মিজি এর ছেলে মোঃ তাজুল ইসলাম (৫৬),

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন মুন্সিগঞ্জ বাজারে গদা ঘোষ এর দ্বিতীয় তলা বিল্ডিং এর নীচ তলায় মেসার্স মুন্সিগঞ্জ হোমিও হল প্রোঃ ডাঃ মোঃ হুমায়ুন কবির, সদর রোড, মুন্সিগঞ্জ এর দোকান ঘর এবং একই বিল্ডিং এর দ্বিতীয় তলায় দক্ষিন-পশ্চিম কর্ণারের সিড়ি সংলগ্ন গোডাউন হতে অবৈধ মাদকদ্রব্য ৪ হাজার ২১৫ বোতল এ্যালকোহল জব্দসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এরা পারস্পারিক যোগসাজসে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য এ্যালকোহলসহ হোমিও প্যাথিক ঔষধের আড়ালে অবৈধ রেকটিফাইড স্প্রিড নেশা জাত দ্রব্য দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে বিক্রি করে আসছিল।

নারায়ণগঞ্জ সিপিসি-১, র‌্যাব-১১ এর উপ-পরিচালক কোম্পানী কমান্ডার অনাবিল ইমাম মেজর জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ীদের জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য এবং মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যহত থাকবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!