কেরাণীগঞ্জ প্রতিবেদক :
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে র্যাবের অভিযানে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা ইমরান ওরফে মাইকেলসহ ৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সোমবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা ডিএমপি বংশাল থানার নয়াবাজার লেন বাগডাসা এলাকার মৃত আমির হামজা ওরফে বাদল এর ছেলে মোঃ ইমরান ওরফে মাইকেল (৪৪), দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকার মোঃ জামাল উদ্দিন এর ছেলে মোঃ অনিক হাসান ওরফে রানা (৩২), একই উপজেলার কদমতলীর তালগাছতলা এলাকার মৃত গেদা মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৪২) ও চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার রঘুনাথপুর এলাকার মৃত আব্দুল বাতেন এর ছেলে মোঃ আবুল খায়ের (৪২)।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের ৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ ৩হাজার ৩৮০ টাকা ও ১ টি প্লাস্টিকের পাইপ এবং ৩ টি লাঠি উদ্ধার করা হয়।