নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা নসিমন গাড়ীর বডির ভিতর থেকে ২৭৮ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সোমবার (৩ জুন) দুপুরে মাদক বিরোধী অভিযান ও নিয়মিত টহল ডিউটি করাকালীন র্যাব-১০ এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ আমিনুল ইসলাম (৫২) চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর থানার হাটকালুগঞ্জ এলাকার মোঃ কালু শেখ এর ছেলে।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কতিপয় ব্যক্তি চুয়াডাঙ্গা হইতে মাদক দ্রব্যের চালান নিয়ে ইঞ্জিন চালিত নসিমন গাড়ী যোগে ফরিদপুর এর উদ্দেশ্যে রওনা করেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল দুপুরে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পরানপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে চুয়াডাঙ্গা জেলা হতে আগত একটি নসিমন গাড়ীর কাঠের বডির ভিতরে বিশেষভাবে তৈরিকৃত চেম্বারের ভিতর থেকে আনুমানিক ৮ লক্ষ ৩৪ হাজার টাকা মূল্যমানের ২৭৮ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি নসিমন ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।