সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল নামের ২ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩ জুন) উপজেলার ইউসুফপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ওই এলাকার প্রবাসী শরিফ হাসানের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জান্নাতুল বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিলো। পরিবারের অন্য সদস্যরা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় জান্নাতুলের দিকে খেয়াল করেনি কেউ। পরে জান্নাতুলকে বিভিন্ন জায়গায় খুজে না পেয়ে পাশের পুকুরপাড়ে গেলে সেখানে জান্নাতুলের দেহ পানিতে ভেসে থাকতে দেখে দ্রæত তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর-রশিদ জানান, পুকুরে ডুবে শিশু নিহতের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় কোন অভিযোগ করেনি।