30 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্য গ্রেপ্তার

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে কেরাণীগঞ্জ থানা পুলিশ। ডাকাত সদস্যদের কেরাণীগঞ্জ, সাভার, আশুলিয়া, নারায়নগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও কামরাঙ্গীরচরসহ ডিএমপির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

রবিবার (২ জুন) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন অর-রশিদ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো, আনোয়ার দেওয়ান (৪২), ছাব্বির হোসেন ওরফে হাতকাটা ছাব্বির ওরফে স্বপন (৫২), মন্দু মৃধা ওরফে মন্টু (৪৫), কামাল খাঁ (৪২), কালু হাওলাদার (৪৪), মনির হোসেন মোল্লা (৪১), সেলিম বেপারী (৬০), চাঁন শরীফ শেখ (৫০), ওমর ফারুক মাদবর (২৩), সুমন মোল্লা (৪০), নুরে আমিন ওরফে জুয়েল (৪২), সোলেমান সুমন ঢালী (৫০), কাজল দেবনাথ (৪৭) ও মাহাবুব মুখা (২৩)।

সংবাদ সম্মেলনে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন অর-রশিদ জানান, গ্রেপ্তারকৃত ডাকাতরা দিনে দিন মজুরের কাজ করেন। এদের মধ্যে কেউ পেশায় রাজমিস্ত্রি, কেউ ভ্যানগাড়ি চালক , কেউ সবজি বিক্রেতা, কেউ ফেরিওয়ালা। এরা দিনের বেলায় একেকজন একেক পেশায় থাকলেও রাতের বেলা হয়ে ওঠে অস্ত্রধারী দুর্র্ধর্ষ ডাকাত। এরা দিনের বেলায় তাদের পেশার ফাঁকে ফাঁকে রাতে ডাকাতি করার খোঁজ খবর নেয়। এরা দিনের বেলার পেশা পাল্টে রাতে হয়ে ওঠে একেকজন ভয়ঙ্কর ডাকাত। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টার্গেট অনুযায়ী বিভিন্ন এলাকায় রাস্তায় ও বাসা বাড়িতে ঘুরে ঘুরে ছিনতাই-ডাকাতি করে থাকে।

তিনি আরও জানান, গত ৪ মে পুরাতন বক্তারচর ও ১৮ মে আরাকুল এলাকায় ডাকাতির ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতের কাজে সরাসরি জড়িত থাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সকলেই পেশাদার অপরাধী। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!