নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারে সিএনজি স্ট্যান্ড সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার দাবীতে উপজেলার নবাবগঞ্জ সদরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিএনজি চালকরা। বৃহস্পতিবার (৩০ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা ফটকের সামনে দাড়িয়ে প্রায় ৫০ জন চালক এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবীতে প্রধান সড়কে তারা বিক্ষোভ মিছিল করে।
এ সময় মানববন্ধনে দাঁড়িয়ে সিএনজি চালকরা জানান, স্থানীয় কালা মামুনের নেতৃত্বে স্থানীয় প্রতি সিএনজি থেকে ৫০ টাকা করে চাঁদা উত্তোলন করা হয়। এর মধ্যে বহিরাগত কোন সিএনজি এলে তাদের কাছ থেকে ১শ টাকা নিয়ে আমাদের আগে তাদেরকে সিরিয়াল দেয়া এই চাঁদাবাজ গ্রæপটি। এ নিয়ে আমরা স্থানীয় চালকরা প্রতিবাদ করলে আমাদের মারধরসহ সিরিয়াল পিছিয়ে দেয়ার শাস্তি দেয়া হয়।
সিএনজি চালক মোঃ মিলন ও তোফাজ্জল হোসেন জানান, উপজেলার বান্দুরা সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজদের দৌরাত্ম বেড়েই চলছে। এতে প্রতিবাদ করলেই মারধরের শিকার হতে হয়। সাজা হিসেবে সিরিয়াল পিছিয়ে দেয়া হয়।
সিএনজি চালক আলীম মিয়া বলেন ও মোঃ মামুন জানান, কালা মামুনরা এলাকার বাইরের অন্তত ১০টি সিএনজি চালকের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা নিয়ে সিরিয়ালে ঢুকিয়েছে। এ নিয়ে বলতে গেলে সিএনজি চালকদের স্ট্যান্ড থেকে বের করে দেয়াসহ মারধরের হুমকি দেয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ মামুন ওরফে কালা মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চাঁদা তোলার বিষয়ে স্বীকার করেন। মামুন বলেন, আমি হুকুম পালন করি মাত্র। স্থানীয় দুজন জনপ্রতিনিধির নির্দেশে আমি ও আমার লোকেরা চাঁদা তুলে থাকে। এখানে আমার কোন দোষ নেই।