সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে চপল সিকদার (২৪) নামে এক পেশাদার মাদক কারবারীকে ২০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৯ মে) উপজেলার নয়নশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জালাল এর নেতৃত্বে নবাবগঞ্জ থানার অফিসার ও সংগীয় ফোর্সদের সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে নয়নশ্রী এলাকা থেকে পেশাদার মাদক কারবারী চপল সিকদারকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় গ্রেপ্তারকৃত চপল সিকাদারের কাছে থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে চপল সিকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জালাল জানান, ২০ পিছ ইয়াবাসহ চপলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। মাদক সেবী ও কারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।