23 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

দোহারের পালামগঞ্জে ব্যবসায়ী ও পাহাড়াদারকে পিটিয়ে জখম

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ বাজার ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম বেপারী (৫৫) ও বাজারের পাহাড়াদার মোঃ শ্যামল (৪৫) কে গ্যাস সিলিন্ডারের বতল ও রট দিয়ে পিটিয়ে গুরতর ভাবে জখম করে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩) মে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে পালামগঞ্জ বাজারের তিন রাস্তার মোড়ে তার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহত মোঃ আব্দুল হালিম বেপারী পালামগঞ্জ এলাকার মৃত সাহেব আলীর ছেলে এবং মোঃ শ্যামল হাতুরপাড়া গ্রামের মোঃ আবু বকরের ছেলে।

এ বিষয়ে আহত আব্দুল হালিমের বোন লুৎফা বেগম জানান, বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাতে হালিমের দোকানে ৪-৫ জন যুবক সিগারে নিতে আসেন। পরে সিগারেট নিয়ে টাকা না দিয়েই চলে যেতে চান যুবকরা। এ সময় হালিম টাকা চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটারকাটির হয়। পরে একপর্যায়ে ওই যুবকেরা চা দোকানী হালিমের উপর চড়াও হয়। পরে তারা হালিমকে এলপাথারিভাবে কিলঘুষি মারতে মারতে মাটিতে ফেলে দেয়। এ সময় দোকানে থাকা গ্যাস সিলিন্ডার দিয়ে হালিমের মাথায় সজোরে আঘাত করলে গুরত্বর রক্তাক্তভাবে আহত হয় হালিম। এ ঘটনায় আহত হালিমের চিৎকার শুনে বাজারের পাহাড়াদার শ্যামল এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায়।

পরে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমের অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরনের নির্দ্দেশ দেন। বর্তমানে হালিম রাজধানীর সিটি কেয়ার হসপিটালের আইসিইতে ভর্তি আছেন। এদিকে পাহাড়াদার শ্যামলকে মাথায় ক্ষতস্থানে সিলি দিয়ে চিকিৎসা দিয়ে ভর্তি দেন।

এ বিষয়ে দোহার থানার (ওসি) হারুন-অর-রশিদ বলেন, এ ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!