মানিকগঞ্জ থেকে দেওয়ান আবুল বাশার :
মানিকগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে আরিফ হোসেনকে ১ লাখ টাকা অর্থদন্ড ও সাজেদুল ইসলাম বাবু নামের অপর আরেকজনকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহিরুল আলম। বুধবার (২২ মে) দুপুরে সদর উপজেলার পৌলি গজারিয়ার চকে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গজারিয়ার চকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল ভূমিখেকো একটি চক্র। এ বিষয়ে ওই এলাকার ভুক্তভোগীদের বক্তব্য নিয়ে ২০ মে রুপালী বাংলা নিউজ.কম পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহিরুল আলম বলেন, গজারিয়ার চকে অভিযান পরিচালনা করে আরিফ হোসেন নামের একজনকে ১ লাখ টাকা অর্থদন্ড ও সাজেদুল ইসলাম বাবু নামের অপর আরেকজনকে ১০ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।