27 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দোহারে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে মারপিটের ঘটনায় রাহিম কমিশনার গ্রেপ্তার

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণী কক্ষে প্রবেশ করে হামলা ও মারপিটের ঘটনায় মোঃ রকিবুল হাসান রকিব @ রাহিম কমিশনার (৫৮) কে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। রবিবার (১৯ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২০ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা দোহার সার্কেল এর এএসপি মোঃ আশরাফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

এ ঘটনায় রাহিম কমিশনার ও তার দুই ছেলে সাহেনশাহ (১৬) ও সাফায়েত (২২)সহ স্বরন (১৮) এবং অজ্ঞাতনামা আরও ৫/৭ জনকে আসামী করে বিদ্যালয়ের শিক্ষকরা বাদী হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওইদিন রাতেই মামলার প্রধান আসামী মোঃ রকিবুল হাসান রকিব @ রাহিম কমিশনারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ রকিবুল হাসান রকিব @ রাহিম কমিশনার দোহার পৌরসভার সাবেক কমিশনার ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ে প্রতিদিনের ন্যায় গত (১৯ মে) সকাল ১০টার দিকে স্কুলের বেঞ্চে অশুভনীয় ভাষায় কিছু কথা লেখাকে কেন্দ্র করে দশম শ্রেণীর (ক) শাখার ছাত্র সাকিবুল ও সাহেনশাহ এর মধ্যে তর্ক বিতর্ক ও হাতা হাতির ঘটনা ঘটে। পরে পঞ্চম ক্লাস চলাকালে বেলা আনুমানিক ১১টার দিকে রকিবুল হাসান রকিব @ রাহিম কমিশনার এর নের্তৃতে ও আরও অজ্ঞাতনামা ৫/৭ জন বিদ্যালয়ের দশম শ্রেণীর (ক) শাখার শ্রেণী কক্ষে বেআইনিভাবে প্রবেশ করে এলোপাথারীভাবে ওই ক্লাসের ছাত্র নাজিউর, সাকিবুল, আরাফাত, নাঈম, সিয়ামসহ আরও কয়েক জনকে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

পুলিশ আরও জানান, শ্রেণী কক্ষে ক্লাস নেওয়া শিক্ষক মোঃ বোরহান উদ্দিন মারপিট ফেরাতে গেলে তাকেও মারপিট করিয়া জখম করে। পরে বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সম্মিলিতভাবে ফেরাতে গেলে তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজসহ মারার জন্য আক্রমন করে।

এমন ঘটনায় বিদ্যালয় জুড়ে আতঙ্ক সৃষ্টি হলে ছাত্র-ছাত্রীরা ভয়ে বিভিন্ন দিক ছোটাছুটি করে বিদ্যালয় ত্যাগ করে চলে যায়।

এ বিষয়ে ঢাকা জেলা দোহার সার্কেল এর এএসপি আশরাফুল আলম বলেন, এ ঘটনায় দোহার থানার একটি মামলা দায়ের করেন বিদ্যালয়ের শিক্ষকরা। পরে প্রধান আসামী রকিবুল হাসান রকিব @ রাহিম ওই দিন রাতে গ্রেপ্তার করে। পরে সোমবার (২০ মে) সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!