26 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কেরাণীগঞ্জে অভিযানে জেনেরিক এগ্রো প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা অর্থদন্ড ও সীলগালা

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ব্রাম্মনকর্তীকা জিয়ানগর মোড়ে অবস্থিত জেনেরিক এগ্রো নামক একটি প্রতিষ্ঠানে শিশুখাদ্যে ভেজাল বিরোধী অভিযানে ১০ লক্ষ টাকা অর্থদন্ড ও সীলগালা করা হয়েছে। রবিবার (১৯ মে) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনা এ অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (১৯ মে) বিকেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর প্রশিক্ষণ ও প্রচার উপ-পরিচালক আতিয়া সুলতানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় অভিযানে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেক ম্যান ম্যাংগো ড্রিংকস, বেক ম্যান লিচি ড্রিংক, আহিয়ান লিচি ড্রিংকস, জেনেরিক অরেঞ্জ ড্রিংকস, বেক ম্যান ভায়োলেট কালার ফুড কালার, বেক ম্যান গ্রীন ফুড কালার, বেক ম্যান এগ ইয়োলো ফুড কালার, বেক ম্যান লেমন ইয়োলো ফুড কালার, বেক ম্যান স্ট্রবেরি রেড ফুড কালার, বেক ম্যান স্কাই বøু ফুড কালার, বেক ম্যান রোজ পিংক কালার, বেক ম্যান চিকেন কারি মসলা, বেক ম্যান কালা ভুনা মসলা, বেক ম্যান বেকিং পাউডার, বেক ম্যান চেরী রেড কালার, জেনেরিকেনেরিক ভ্যানিলা ফুড এসেনস, জেনেরিক সয়া সস, বেক ম্যান কেওড়া জল, আইসোলেটেড সয়াপ্রোটিন মেইড ইন ইন্ডিয়া, সয়া ফ্লাওর, প্রোডাক্ট অব বাংলাদেশসহ ২৫ প্রকারের শিশু খাদ্য দীর্ঘদিন ধরে উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করে আসছে।

এছাড়াও ইন্ডিয়ান আইসোলেটেড সয়াপ্রোটিনসহ অন্যান্য শিশু খাদ্য নকল করে বাজারজাত করা, পণ্যের বোতলে লেবেলে উৎপাদন, মেয়াদ, প্রতিষ্ঠানের নাম ঠিকানা যথাযথভাবে না দেয়া, জেনে বুঝে শিশু খাদ্যে ভেজাল দেয়া, অনুমোদনহীন রং শিশু খাদ্যে মিশ্রণ করা, পণ্যের নকল উৎপাদন করাসহ নানা অপরাধে ১০ লক্ষ টাকা জরিমানাসহ এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা নির্দ্দেশ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন এন এস আই এর তথ্যের ভিত্তিতে এবং যুগ্ম পরিচালক মোঃ ওবায়দুল ইসলাম, উপ-পরিচালক মোঃ তাজুল ইসলামসহ এন এস আই এর অন্যান্য কর্মকর্তাগণ ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!