সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের করিমগঞ্জ এলাকার রায়হান (১৯) নামের এক যুবক ট্রাকের ধাক্কায় নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ মে) সকাল ১০টার দিকে উপজেলার মৈয়নট ঘাট এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত রায়হান করিমগঞ্জের মোঃ হিরা এর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার মৈয়নট ঘাট এলাকায় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে রায়হান আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরনের নির্র্দ্দেশ দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক ড্রাইভার ট্রাক নিয়ে পালিয়ে যায়। রায়হানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বিরাজ করে।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন-অর-রশিদ বলেন, এ ঘটনার খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত রায়হানের পরিবার থেকে এখনও কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।