34 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

আবুধাবিতে বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত (ভিডিওসহ)

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নূরুল্লাহ খান, মধ্যপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদক :
জাঁকজমক ভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নাচে গানে সবাইকে মাতিয়ে বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব ১৪৩১ উদযাপন করা হয়। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল ১০ টা থেকে জমতে থাকে সাংস্কৃতিকমনা মানুষের ভীড়। প্রথমে ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

আবুধাবির শেখ খলিফা-বিন-যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজে দিনব্যাপী এই আয়োজনে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার প্রবাসী উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্তর করে তোলেন স্কুলের অডিটোরিয়াম ছাড়াও পুরো মাঠ জুড়ে প্রবাসীদের আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে।

দিনব্যাপী এই উৎসবে খেলাধুলা, বাংঙ্গালীর ঐতিহ্যবাহী খানাপিনা, নানান ধরনের পিঠাপুলি, দেশীয় জিনিসপত্র, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুষ্কার বিতরন ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এ সময় বর্ষবরনের এই মেলায় ১৫ টিরও বেশি স্টল বসেছিল। স্টল গুলো নানা ধরণের বাঙ্গালীর ঐতিহ্যবাহী নাম করণের মধ্যে দিয়ে সাজিয়ে গুছিয়ে আকর্ষণীয় করে তুলেন আয়োজকরা।

ষ্টল গুলোর মধ্যে ছিলো বাংলাদেশ দূতাবাসের “দূতাবাস কর্নার, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের ইষ্টি কুটুম, বাংলাদেশ সমিতি’র সোনার বাংলা বাংলাদেশ মহিলা সমিতির বৈশালী, ডিপ্লোমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুরন্ত বৈশাখ, মহিলা অঙ্গনের অপরাজিতা, বাংলাদেশ স্কুল ও কলেজের আহার বিহার, ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট আবুধাবির উষানসহ, জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান আবুধাবি, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের স্টল ইনডেক্স এক্সচেঞ্জ, আহালিয়া এক্সচেঞ্জসহ অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানের ষ্টলসমুহ ছিল বেশ আর্র্কষণীয়।

প্রতিটি স্টলে হরেক রকমের হাতের বানানো পিঠাপুলি, পান্তা ইলিশ, হরেক রকম ভর্তা, দেশীয় খানাপিনা ও জিনিষপত্রের ছিল ব্যাপক সমাহার।

বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এর সভাপতিত্বে এবং দূতাবাসের কাউন্সিলর লুৎফুন নাহার নাজিমের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মহিলা এসোসিয়েশনের সভাপতি মিসেস আবু জাফর, জায়েদ ভার্সিটির অধ্যাপক ড: হাবীবুল হক খন্দাকার, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়র মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে দূতাবাস এর কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলাম এর পরিচালনায় আয়োজিত পুরস্কার বিতরণী ও র‌্যাফেল ড্র অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অনুষ্ঠানে আমন্ত্রীত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!