সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ি চকে নিখোঁজের একদিন পর শেখ মোহাম্মদ আলী (৭০) নামে এক বৃদ্ধের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে এ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ আলী উপজেলার সুন্দরীপাড়া এলাকার বাসিন্দা জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৯ এপ্রিল) আসরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয় মোহাম্মদ আলী। পরদিন সকালে কোঠাবাড়ি চকে স্থানীয়রা একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে দোহার থানা পুলিশে খরব দেয়। পরে পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ দিকে নিহত মোহাম্মদ আলীর এ ঘটনাকে রহস্যজনক বলছেন এলাকাবাসী।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন-অর-রশিদ জানান, এ ঘটনার খবর পেয়েই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য ঢাকা স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ (মিডফুড) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।