সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা র্যাবের অভিযানে মোঃ মাঈনুদ্দিন (৩৫) ও মোঃ হাবিবুর রহমান (৪৬) নামের দুইজনকে দেশীয় অস্ত্র ও বিদেশী মদসহ গ্রেপ্তার করেছে র্যাব-১০। শনিবার (২৭ এপ্রিল) উপজেলার শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় আনুমানিক রাত ১১ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (২৮ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০।
গ্রেপ্তারকৃত মোঃ মঈনুদ্দিন, পটুয়া জেলার গলাচিপা থানার চরসুহারী এলাকার মোঃ আব্দুল সালাম এর ছেলে ও মোঃ হাবিবুর রহমান সাতক্ষিরা জেলার শ্যামনগর উপজেলার চাউলিয়া এলাকার মোঃ আব্দুল হাই সিদ্দিক এর ছেলে বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ দস্যুতার প্রস্তুতিকালে ২ জনকে গ্রেপ্তার করে র্যাব-১০। এ সময় তাদের কাছে থেকে ২টি ছোরা, ১ বোতল বিদেশী মদ (হুইস্কি) ও মাদক বিক্রয়ের নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-১০ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানান, বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দস্যুতা করে আসছিল। এ ছাড়াও তারা ঢাকার কেরাণীগঞ্জ, বাবুবাজার, নয়াবাজারসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই/চাঁদাবাজি করে সেখান থেকে দ্রæত পালিয়ে যেত।