23 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

মানিকগঞ্জে বৃষ্টির আশায় ইস্তেস্কার নামাজ ও দোয়া

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
প্রচন্ড গরমে মানিকগঞ্জসহ সারা দেশই বিপর্যস্ত হয়ে পড়েছে। অনাবৃষ্টি ও তীব্র তাপদহে ওষ্ঠাগত হয়ে পড়েছে মানুষ, পশুপাখিসহ সমস্ত প্রাণীকুলের জীবন।

টানা তাপ প্রবাহ ও অনাবৃষ্টি থেকে পরিত্রাণ এবং রহমতের বৃষ্টির আশায় মানিকগঞ্জে ইস্তিস্কার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় শহরের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে এ নামাজ অনুষ্ঠিত হয়।

কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ, মাওলানা, মুফতি রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইসলামিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল ইসলাম সানোয়ার প্রমূখ।

বিশেষ এ নামাজ ও দোয়া পরিচালনা করেন, প্রখ্যাত আলেমেদ্বীন বাইচাইল মাদরাসার মুহতামিম ও মাওলানা মুফতি মুহিবুল্লাহ।

নামাজ শেষে খুৎবা পাঠ করেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মুফতি রফিকুল ইসলাম। এরপরই রহমতের বৃষ্টি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই দু’হাত তুলে সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করেন। তারা তীব্র এই তাপদহ থেকে মুক্তি ও রহমতের বৃষ্টি প্রার্থনা করেন।

সলাতুল ইস্তেস্কার নামাজে রাজনৈতিক ব্যক্তিবর্গসহ কয়েকশত মুসল্লী অংশ গ্রহণ করেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!