27 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫

দোহারে সাংবাদিক তানজিম ইসলামের উপর সন্ত্রাসী হামলা

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়ির প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার দোহার উপজেলা প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক তানজিম ইসলাম এর উপর পূর্বপরিকল্পিত ভাবে সন্ত্রাসীবাহিনী অর্তকিতভাবে হামলা করে আহত করেছেন। এ ঘটনায় দোহার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধা ৭টার দিকে উপজেলার চর জয়পাড়ায় অবস্থিত জয়পাড়া সিটি সেন্টার এন্ড নুরুল ইসলাম টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক তানজিম ইসলাম উপজেলার পূর্ব লটাখোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয়পাড়া সিটি সেন্টার এন্ড নুরুল ইসলাম টাওয়ারে র‌্যাফেল ড্র’র সংবাদ সংগ্রহ শেষ করে অন্য একটি সংবাদ সংগ্রহ করতে সাংবাদিক তানজিম ইসলাম সেখান থেকে বের হয়ে আসে। পরে তার মোটরসাইকেলটি আনতে যাওয়ার সময় পেছন থেকে অতর্কিতভাবে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী তানজিমের উপর হামলা করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসী বাহিনীরা তানজিমকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

সাংবাদিক তানজিম ইসলামকে মেরে আহত করার এ ঘটনা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সকল মহল থেকে এ ন্যাক্কার ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানান।

এ বিষয়ে আহত সাংবাদিক তানজিম ইসলাম বলেন, আমি একটি নিউজ কাভার শেষে আরেকটি নিউজ কাভার করার উদ্দেশ্য বের হই। এ সময় আমার মোটরসাইকেলটি আনতে যাওয়ার সময় আগ থেকে ওতপেতে থাকা ৬/৭ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী পেছন থেকে অর্তকিত ভাবে আমি কিছু বোঝার আগেই আমার উপর হামলা করে আমাকে আহত করে। পরে আমার ডাক-চিকিৎকার স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, এ ঘটনার সংবাদ পেয়েই দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত দোষীদের আটক করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। দ্রæত অপরাধীদের আটক করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!