নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহারে উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার মেহবুব কবিরকে সমর্থন দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সড়ে দাড়ালেন আরেক চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক উজ্জামান পেশকার। সোমবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে মোঃ ফারুক উজ্জামান এর নিজ বাড়িতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি তার এলাকার লোক ও নের্তৃবৃন্দদের সাথে নিয়ে একত্বতা প্রকাশ করে ইঞ্জিনিয়ার মেহবুব কবিরকে সমর্থন দেন ফারুক পেশকার।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিলাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন দরানি, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দসহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।