নিজস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলকাবাসী। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার মুসলেম হাটি এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ঐ এলাকার মাহাবুব, রনি ও সুজনসহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক মামলা। এছাড়া জমি দখল ও কবরস্থানের পুকুরের কয়েক লাখ টাকার মাছ চুরির করার প্রতিবাদ করায় স্থানীয় বেশ কয়েকজনকে হুমকি প্রদান করেন মাহাবুব গং। এ নিয়ে প্রতিবাদে ফুসে উঠে এলাকাবাসী।
মানববন্ধনে বিক্ষোভকারীরা আরও বলে, এই এলাকায় মাদক ব্যবসায়ীদের নির্মূলে ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের হস্তক্ষেপ কামনা করছি। তিনি যেন দ্রæত এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেন।
চুড়াইন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী বলেন, মাদকের করাল গ্রাসে আজকের এই যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। যারাই মাদক ব্যবসা কিংবা মাদক সেবন করবে তাদের সবাইকে আইনের আওতায় েেন কঠিন শাস্তি দের্ওা হবে।