নিজস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চালনাই চকে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে ৬ জনকে আটক প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ২টি ডাম্প ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলার চালনাই চকে রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, দোহার উপজেলা নাজমুল, সুরুজ, সোবাহান ও ইয়াসিন এবং নবাবগঞ্জ উপজেলার মোকলেছ ও রমজান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপলোর চালনাই চক এলাকায় রাতের আঁধারে কৃষি জমির মাটি কেটে নিকটবর্তী বিভিন্ন ইটের ভাটায় বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ২টি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম বলেন, কৃষি জমির টপ সয়েল কেটে নেওয়ায় যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছে তেমনি জমিতে ফসল উৎপাদনেও ব্যাহত হচ্ছে। পাশাপাশি রাস্তা দিয়ে মাটি পরিবহন কালেও রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। কেউ অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করলে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। কৃষি জমি রক্ষায় আমাদের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানা তিনি।
এ সময় অভিযান পরিচালনাকালে সার্বিক ভাবে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।