কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিএ অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, হুমায়ুন কবীর (৬২), হাবিবুর রহমান (৬০), মোঃ আব্বাস আলী (২৮), মোঃ ফারুক হোসেন (৪০), মোঃ বাহাদুর (৩৯) ও মোঃ বিল্লাল হোসেন (২৪)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ইকুরিয়া বিআরটিএ অফিসে দীর্ঘদিন যাবৎ একটি দালাল চক্র অফিসে আসা সেবা গ্রহীতাদের হয়রানি ও প্রতারণা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। পরে দালাল চক্রের ৬ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। এ সময় আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এ বিষয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন জানান, বিআরটিএ অফিসে আসা সেবা গ্রীতাগণদের দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছিল। তাই খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৬ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক নহযোগিতা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদসহ পুলিশ সদস্যবৃন্দ।