সিনিয়র প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবৈধভাবে চাঁদা উত্তোলন করা কালে ৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বুধবার (১৭ এপ্রিল) আনুমানিক রাত ২ টার দিকে কোনাপাড়া এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১০ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা জেলা সাভার থানার পুটুলিয়া এলাকার মৃত আব্দুল সাত্তার এর ছেলে বাবু (৩৫), ডেমরা থানার ধার্মিক পাড়া এলাকার মুসলিম মাতবরের ছেলে জনি (৩৭), একই এলাকার আনসার মিয়ার ছেলে মোঃ সোহাগ (৩৫) ও মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বালিগাও এলাকার মৃত সোহরাব এর ছেলে মোঃ রিপন (৩৫)।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (১৭ এপ্রিল) আনুমানিক রাত ২ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধ ভাবে চাঁদা আদায় করাকালীন ৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করে র্যাব-১০।
এ সময় তাদের কাছে থেকে আদায়কৃত চাঁদাবাজির নগদ- ৬ হাজার টাকা ও ২ টি কাঠের লাঠি উদ্ধার করে র্যাব-১০।