কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে মিসকেসে ভূয়া প্রতিনিধি সেজে মামলা পরিচালনা করে প্রতারণা করার অপরাধে মোঃ আলমগীর হোসেন (৪৩) নামের একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ এর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কারাদন্ড প্রাপ্ত মোঃ আলমগীর হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের খেজুর বাগ এলাকার মৃত মোঃ আব্দুল কাদের বেপারী এর ছেলে বলে জানা গেছে ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কারাদন্ড প্রাপ্ত আলমগীর হোসেন একটি মিসকেস এর ভুয়া প্রতিনিধি সেজে দীর্ঘ দিন যাবত একটি মামলা পরিচালনা করে আসছিলেন। পরে মঙ্গলবার (১৬ এপ্রিল) সেই মিসকেসটি চলাকালীন সময়ে ওই ব্যক্তিকে সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন এর বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হওয়ার পর সন্দেহ হওয়ায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে একজন ভূয়া প্রতিনিধি হিসেবে মামলাটি পরিচালনা করে আসছিল বলে প্রমাণিত হয়। পরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন ওই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করেন।
এ বিষয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন বলেন, দন্ডপ্রাপ্ত ব্যক্তি একজন প্রতারক হিসেবে প্রমানিত হওয়ায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা অর্থদদন্ডে আদেশ দেওয়া হয়।
তিনি আরও বলেন, এ অফিসে জমি সংক্রান্ত কোন বিষয়ে কেউ প্রতারণা করে ছাড় পাবে না। সে যতই প্রভাবশালী হোক, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে।