দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদক :
সৌদি আরবের হজ্জ মন্ত্রণালয় এক বিবরিতিতে জানিয়েছেন উমরাহ ভিসার যে মেয়াদ ৯০ দিন মেয়াদের করা হয়েছিল তা ইতোপূর্বে সৌদিতে প্রবেশের পর হতে ৯০ দিন গন্য করা হতো। তবে বর্তমানে এই নিয়ম পরিবর্তন করে ভিসা ইস্যুর দিন হতে ৯০ দিন সৌদিতে অবস্থানের অনুমতি প্রদান করা হবে মর্মে জানানো হয়েছে।
বর্তমানে উমরাহ ভিসায় যারা সৌদিতে অবস্থান করছেন তাদেরকে আগামী ১৫ জিলক্বদ তথা ২৩ মে ২০২৪ এর পূর্বেই সৌদি আরব ত্যাগ করতে হবে। সৌদিতে আসার পর ৯০ দিন পূর্ণ হোক বা না হোক বলে জানিয়েছেন মন্ত্রনালয় ।
এ সময়ের পরেও যারা ৯০ দিন পূর্ণ হয়নি বলে রয়ে যাবেন তারা আইনী জটিলতার সম্মুখীন হবেন বলে জানিয়েছে হজ্জ বিষয়ক মন্ত্রানালয়।