সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে পুকুরের ডুবায় কুচুরিপানার ভেতর থেকে বয়স আনুমানিক (৪৫) বছরের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের জালালপুর চকের এক ডুবায় থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে জানান নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ-জালাল।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মোঃ শাহ-জালাল বলেন, দোহার ও নবাবগঞ্জের সীমানাবর্তী এলাকার জালালপুর চকের ভেতর একটি ডুবায় কুচুরিপানার ভেতর একটি লাশ ভাসমান দেখতে পায় স্থানীয়রা। পরে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে লাশের সুরতাহাল শেষে লাশের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের জন্য লাশটি ঢাকার মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করা হবে। মৃত ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪৫ বছর। তবে এখনও লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।