34 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন। পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল এর কাছে তিন ফসলি জমি রক্ষায় একটি স্মারকলিপি জমা দেন মাববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, তেলেঙ্গা গ্রামের খুদু মেম্বার ও তার পুত্র আব্দুর রাজ্জাক হিরু তিন ফসলি জমির মাটি কেটে দীর্ঘদিন যাবত ইট ভাটায় বিক্রি করে আসছে। এতে দিন দিন এ অঞ্চলের কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে। সম্প্রতি তারা দক্ষিণ তেলেঙ্গা থেকে কৈলাইল এর সাইলকা ঘাট যাতায়াতের রাস্তার পাশে কবরস্থান সংলগ্ন কৃষি জমির মাটি কেটে বিক্রি করতেছে পার্শ্ববর্তী ইট ভাটায়। এতে এলাকাবাসী বাঁধা দিলে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তারা। এ সময় মানববন্ধনে কৃষি জমি রক্ষায় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল বলেন, মাটি কাটার ব্যাপারে আমি অবগত ছিলাম না। এখন বিষয়টি সম্পর্কে অবগত হইলাম। এখন কৃষি জমি রক্ষায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় মানবন্ধনে উপস্থিত ছিলেন, স্থানীয় এলাকার সাজ্জাদ হোসেন বিপ্লব, সোনাই মাদব, সাইদুল ইসলাম, জলিল মোল্লা, মোঃ লুৎফর হোসেন, আব্দুল জলিল, চান্দু মাদবর, তাছের মোল্লা, আব্দুস সালাম, তামিম আহমেদ পাবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!