কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে সহস্রাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে আগানগর ইউনিয়নের আম বাগিচা এলাকায় সমাজসেবক মোঃ আয়নাল হক তার ব্যক্তিগত উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল প্রত্যেকের জন্য দুইশত টাকা, সেমাই, দুধ, পোলার চাল, চিনি তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।
এ সময় সমাজসেবক মোঃ আয়নাল বলেন, ঈদকে সবার মাঝে বিলিয়ে দিতে এবং মানবিকতা থেকেই আমি এই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রতিবছরই আমি এভাবেই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এই মানবিকতার কাজ করে যাব ইনশাআল্লাহ।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।