সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তারের বিরুদ্ধে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে সংবাদ সংগ্রহে জন্য দৈনিক ‘ভোরের কাগজ’ এর নবাবগঞ্জ প্রতিনিধি ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি সাহিদুল হক খান ডাবলু জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারকে ফোন দিলে সাহিদুল হক খান ডাবলুকে রেশমা আক্তার হুমকি দেন বলে সাহিদুল হক খান ডাবলু অভিযোগ করেন।
এ বিষয়ে সাহিদুল হক খান ডাবলু বলেন, সংবাদের তথ্য সংগ্রহে জন্য জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারকে মোবাইল ফোনে কল দিয়ে আমার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ক্ষিপ্ত হয়ে যান। তিনি বলেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের কোন সাংবাদিক আমার ইউনিয়নের ত্রিসীমানায় এলে তাকে আমি শিকল দিয়ে বেঁধে রাখবো। এটা আমার চ্যালেঞ্জ। আপনার যাকে বলার বলেন, এমপি, মন্ত্রী যাকে পারেন বলেন। আমার কিছুই করতে পারবেন না।
সাংবাদিকদের সাথে অসদাচরণের বিষয়ে জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারকে কল দিলে তিনি বলেন, এ ব্যাপারে আপনার সাথে কথা বলতে আমি বাধ্য নই। এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখছি। কেন ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের সাথে এমন আচরণ করলেন।