সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশে অভিযানে মোঃ শাহজাহান (৪৮) ও মোঃ মনির হোসেন (৪২) নামের দুইজন অটোরিকশা চোরকে গ্রেপ্তার ও ২টি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। সোমবার (২ এপ্রিল) তাদের নবাবগঞ্জ ও দোহারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২ এপ্রিল) ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত শাহজাহান নবাবগঞ্জ উপজেলার পশ্চিম সমসাবাদ এলাকার মৃত পিয়ার আলী বেপারীর পুত্র ও মোঃ মনির দোহার উপজেলার উত্তর জয়পাড়ার ব্যাঙ্গারচক এলাকার আবুল হোসেন এর ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, ২টি অটোরিক্সা চুরি হওয়ার ঘটনায় নবাবগঞ্জ থানা একটি মামলা দায়ের হলে যাহার মামলা নং-২ এবং তারিখ ০১.০৪.২৪ ইং দায়ের হলে এরই পরিপ্রেক্ষিতে নবাবগঞ্জ থানার একদল চৌকস পুলিশ বাহানীর ও তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের দোহার ও নবাবগঞ্জ থানার বিভিন্ন এলাক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা এ পুলিশ কর্মকর্তা