সিনিয়র প্রতিবেদক :
নবাবগঞ্জে অটোরিকশা চালককে পথরোধ করে বলপূর্বক টাকা আদায় করার ঘটনায় মোহাম্মদ সোহান (২৯) ও মোঃ সবুজ (৩০) নামের দুইজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সোহান উপজেলার দিঘীরপাড় এলাকার আকতার হোসেন এর ছেলে এবং অপর আসামী মোঃ সবুজ একই এলাকার আব্দুল লতিফ এর পুত্র।
দোহার সার্কেল এর ঢাকা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম জানান, মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘির পাড় চক এলাকায় দোহারগামী একটি অটোরিকশা চালক মোঃ রফিক (৪৪) কে অজ্ঞাতনামা ৪/৫ জন দুর্বৃত্ত পথরোধ করে মারপিট করে অটোরিকশা মালিক ও তার পরিবারের সদস্যদের নিকট টাকা দাবি করে। পরে তার পরিবারের সদস্যরা ১৫ হাজার ৫০০ টাকা পাঠালে দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় অটোরিকশার মালিক বাদী হয়ে (বুধবার ২৭ মার্চ) নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার দোহার সার্কেল এর মোঃ আশরাফুল আলম এর প্রত্যক্ষ তত্ত¡ধায়নে অফিসার ইনচার্জ নবাবগঞ্জ থানা মোঃ শাহজালাল এ নেতৃত্বে এস আই মোঃ আমিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সদের তথ্য প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের জন্য নবাবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বুধবার (২৭ মার্চ) রাতে এ ঘটনার সাথে জড়িত থাকার দুইজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তাদের কাছে থাকা বলপূর্বক টাকা দেয়ায় ব্যবহৃত মোবাইল ও সিমটি উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার (২৮ মার্চ) আদালতে প্রেরণ করা হলে তারা অপরাধের কথা স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।