সুজন খান :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে যাচ্ছেন। কারণ তারই নেতৃত্বে ধারাবাহিক ভাবে উন্নত বিশে^র সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলা প্রশাসনের আয়োজিত মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, এই দেশকে পিছিয়ে নিতে অনেকেই চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তাদের ষড়যন্ত্র কোন দিনও বাস্তবে পূরন হবে না। এই দেশ বঙ্গবন্ধু দেশ, এই দেশ বাঙালিদের প্রানের বিনিময়ে অর্জিত একটি স্বাধীন দেশ বাংলাদেশ।
তিনি আরও বলেন, আমি যখন নির্বাচনে আসি তখন দোহার ও নবাবগঞ্জ বাসীকে যে প্রতিশ্রæতি দিয়ে ছিলাম তা আজ বাস্তবায়নের পথে। আগামী ৫ বছরে এই দুই উপজেলায় যে সকল উন্নয়ন হবে আশা করি আগামীতে এখানে উন্নয়নের আর কোন চাহিদা থাকবে না। এই দুই উপজেলা হবে বাংলাদেশের একটি মডেল উপজেলা।
এর আগে সালমান এফ রহমান সকালে নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেন তিনি। এ সময় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শান্তির কবুতর অবমুক্ত করেন।
এর পরে বেলা ১২টার দিকে দোহার উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানে অংশ নিয়ে দোহারের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সালমান এফ রহমান। সেখান থেকে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেন তিনি।
এ সময় দুই উপজেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি শেখ আনার কলি পুতুল, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, দোহার পৌরসভা মেয়র মোঃ আলমাছ উদ্দিন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা জাকির হোসেন, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীসহ বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।