সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার লটাখোলা বাজার, কার্তিকপুর বাজার এবং থানার মোড় সংলগ্ন এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণে এবং ফুটপাতে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রয়ে অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান।
শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৩টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করে অত্যাধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়, পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং কৃষি বিপণন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫ ব্যবসায়ীকে মামলা করে ৫ জনকে সর্বমোট ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে পাইকারী ও খুচরা বাজারে যথাযথ ভাবে ভাউচার/রসিদ সংরক্ষণ এবং যাতে কেউ অবৈধ মজুদ না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং পাইকারি ও খুচরা বিক্রেতা এবং সংশ্লিষ্ট বাজার কমিটির নেতৃবৃন্দকে সরকার নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়।
সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণে দোহার উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে দোহার থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।