নিজস্ব প্রতিবেদক:
নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আদি লরেন্স বেকারি ও কনফেকশনারির মালিককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হালিম ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বান্দুরা বাজারে আদি লরেন্স বেকারি ও কনফেকশনারির মালিককে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। পরে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইমানুয়েল কাজল রোজারিওকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম বলেন, বান্দুরা বাজারের অন্যান্য দোকানদার ও ব্যবসায়ীগণকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ না করার জন্য সতর্ক করা হয়। এ ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানা তিনি।