কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মোঃ রমজান আলী (৫৫) ও মোঃ কুতুব উদ্দিন (৪৫) নামের দুই মাদক সেবীকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবীর।
শুক্রবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ওয়াসপুর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের আটক করে দন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, মোঃ রমজান আলীর উপজেলার তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচর গ্রামে মোঃ আশরাফ উদ্দিন এর ছেলে এবং কুতুব উদ্দিন একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র বলে জানা গেছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, দন্ডপ্রাপ্তরা প্রকাশ্য মাদক সেবন করা কালীন তাদের আটক করা হয়। পরে তাদের মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও তাদের প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করা হয়। মাদকের বিরুদ্ধে সর্বদা অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।