সিনিয়র প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ভুয়া র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে রফিকুল ইসলাম (৪২) একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বুধবার (১৩ মার্চ) যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদী ইউনিয়নের দক্ষিণবাড়ি এলাকার মৃত আব্দুল মান্নান শেখ এর পুত্র বালে জানা গেছে।
র্যাব-১০ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ভূয়া র্যাব পরিচয়ে বিভিন্ন সময় মানুষের সাথে প্রতারণা করে আসছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব-১০ এর একটি দল।
এ সময় তার কাছে থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি র্যাব লেখা র্যাবের এপ্রোন/জ্যাকেট, এক জোড়া হাতকড়া, ২টি র্যাবের লোগোযুক্ত চাবির রিং ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।