নিজস্ব প্রতিবেদক :
‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব’ এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস এর আয়োজন করেন।
নানা আয়োজনের পাশাপাশি বেলা ১১ টায় র্যালি ও পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার সকল পর্যায়ে উন্নত সেবার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, সারা দেশে খসড়া তালিকা অনুযায়ী মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং তৃতীয় লিঙ্গ ৯২৪ জন।