সিনিয়র প্রতিবেদক :
ঢাকা জেলার ৬টি থানার সাংবাদিকদের নিয়ে সংগঠন ঢাকা জেলা প্রেসক্লাব এর ত্রি-বার্ষিকী ২০২৪-২০২৬ নির্বাচনে সভাপতি হিসেবে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শামীম হাওলাদর ও সাধারণ সম্পাদক হিসেবে ৭১ টিভি এর ফারুক আহমেদ নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারী) সকাল ১১ টা থেকে বিকাল চারটা পর্যন্ত উৎসবমূখোর পরিবেশে ঢাকার কেরাণীগঞ্জ কদমতলী ঢাকা জেলা প্রেসক্লাব এর নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা প্রেসক্লাব এর নির্বাহী কমিটির ১৩ পদে অন্যান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি হিসেবে এশিয়া বানী পত্রিকার মিয়া আবদুল হান্নান, যুগ্ম সম্পাদক হিসেবে চ্যানেল ২৪ টিভি এর শামীম আরমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলাভিশন চ্যানেল এর সুলতান মাহামুদ, অর্থ সম্পাদক হসেবে বাংলাদেশ প্রতিদিন এর মোহাম্মাদ শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দৈনিক জনকণ্ঠ পত্রিকার মোঃ সোহেল রানা, জনকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাক পত্রিকার শাহীনুর রহমান তুতি, প্রচার ও প্রকাশ সম্পাদক হিসেবে ৫২ টিভি এর ইমরান হোসেন সুজন, দপ্তর সম্পাদক হিসেবে সময়ের আলো পত্রিকার বিপ্লব ঘোষ, নির্বাহী সম্পাদক হিসেবে সদস্য নং-১ ইউ এন বি নিউজ এর এইচ এম আমীন, সদস্য নং-২ দৈনিক ভোরের কাগজ এর শহীদুল ইসলাম ডাবলু, সদস্য নং-৩ বাংলাদেশ টেলিভিশন এর মোঃ মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে ঢাকা জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূঁইয়া সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকতার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।
ঢাকা জেলা প্রেসক্লাব এর ত্রি-বার্ষিকী নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়ীত্ব পালন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া এবং কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র সাংবাদিক হাজী ইব্রাহিম খলিল।
এছাড়াও এ নির্বাচনে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান, সাবেক সভাপতি মোঃ আব্দুল গনী, সাবেক সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল, দৈনিক ভোরের পাতার সাংবাদিক শেখ শামীম উদ্দিন, দোহার প্রেস ক্লাব সভাপতি কামরুল হাসান, দৈনিক যুগান্তরের মোঃ আজাহারুল ইসলাম, দৈনিক এশিয়া বাণীর ঢাকা জেলা সংবাদদাতা কাজী সাইফ উদ্দিনসহ ঢাকা জেলা প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।