29 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কেরানীগঞ্জে ১১ প্রতিষ্ঠানকে ৩৪ লাখ টাকা জরিমানা

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) আমিনুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত সোমবার ও আজ মঙ্গলবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) আমিনুল ইসলাম জানান, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল এমন সয়বাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জননী স্টেশনারী প্রোডাক্টস এন্ড বুকসকে ৫ লক্ষ টাকা, জননী পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লক্ষ টাকা, সোলেমান ফুড প্রোডাক্টসকে ৩ লক্ষ টাকা, মেসার্স বাশার মোরব্বা ও সেমাই ঘরকে ৫০ হাজার টাকা, লিদদিন লিমিটেডকে ২ লক্ষ টাকা, মেসার্স ইজি ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেডকে ৫ লক্ষ টাকা, মদিনা ফ্লাওয়ার মিলসকে ৪ লক্ষ টাকা, বিআরপি ক্যাবলসকে ২ লক্ষ টাকা, দোলা ক্যাবলসকে ২ লক্ষ টাকা, এসটিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লক্ষ টাকা ও সুরাইয়া ইলেক্ট্রিক্যাল লিমিটেডকে ১ লক্ষ টাকা করে মোট ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আনুমানিক ২লাখ টাকা মূল্যমানের নকল বৈদ্যুতিক তার জব্দ করে ধ্বংস করা হয় বলেও জানা তিনি।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!