সিনিয়র প্রতিবেদক :
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় র্যাবের অভিযানে ৬ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা মূল্যের প্রায় ১১৭০ কেজি জাটকা ইলিশ ও ৬৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে র্যাব-১০। এ সময় নিষিদ্ধ চিংড়ি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ৪ জন মাছ ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা অর্থদন্ড করেন। মঙ্গলবার (২২ জানুয়ারী) আনুমানিক মাঝ রাত ৩টা থেকে (২৩ জানুয়ারী) আনুমানিক সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাকৃতরা হলেন, মোঃ শামীম হোসেন (৩৭) কে নগদ ৫০ হাজার টাকা, মোঃ সবুর গাজী (৩০) কে নগদ- ৫০ হাজার টাকা, ওতুল কৃষ্ণ দাস (২৪) কে নগদ ৫০ হাজার মোঃ আবু বক্কর (৪০) কে নগদ ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।
এ সময় অভিযানে র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সিটি কর্পোরেশন মার্কেটের শাক-বাজার মাছের আড়তে এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম বলেন, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা এ বাজারে জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষন এবং বিক্রয় করে আসছিল। জব্দকৃত জাটকা ইলিশ বিনামূল্যে এতিম খানায় দান করেন এবং জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়। আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি।