নিজস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা-জয়পাড়া আন্ত:সড়কে মোটরসাইকেলের ধাক্কায় শেখ লাল মিয়া (৬৫) নামে এক পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার চালনাই চকের এবিসি ইটভাটার সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত শেখ লাল মিয়া মহব্বতপুর গ্রামের চালনাই চক এলাকার শেখ আব্দুল হকের ছেলে।
নিহতের মেয়ের জামাতা মোঃ মামুন জানান, আমার শ^শুর মাঝিরকান্দা থেকে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। এ সময় এবিসি ভাটার রাস্তার সামনে এলে বিপরীত দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসরুমা ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ সোহেল মোল্লা জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জ¦দ্ধ করা হয়েছে। মোটরসাইকেলে থাকা দুই যুবক আহত হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।