সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নস্থ হরিচÐি ও চর-মাহমুদপর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান বলেন, উর্বর কৃষি জমি থেকে মাটি কেটে (টপ সয়েল) কাঁচামাল হিসেবে বাণিজ্যিক উদ্দেশ্যে ইট ভাটায় বিক্রি এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় হরিচÐি এলাকায় এক ব্যক্তিকে নগদ ১ লক্ষ টাকা অর্থদÐ প্রদান করে তা আদায় করা হয়।
তিনি আরও জানান, এছাড়াও লাইসেন্স নবায়ন ব্যতীত ইট প্রস্তুত, কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার, কাঁচামাল হিসেবে মাটির ব্যবহার হ্রাস না করা, গ্রামীণ সড়ক ব্যবহার করে ভারী যানবাহন দ্বারা ইট ও কাঁচামাল পরিবহন, লাইসেন্সের বিভিন্ন শর্ত লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় পদ্মা ব্রিকস কোম্পানি (পিবিসি) নামক ০১টি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ২ লক্ষ টাকা অর্থদÐ প্রদান করে তা আদায় করা হয়।
এ সময় অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে দোহার উপজেলায় এ ধরণের নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানা তিনি।
এ সময় অভিযান পরিচালনাকালে দোহার থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।