নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়ায় সড়ক দখল করে অবৈধ ভাবে গড়ে উঠেছে দোকানপাট। এরই ধারাবাহিকতায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে দোহার পৌরসভা। রোববার (২১ জানুয়ারী) দুপুরে জয়পাড়া পূর্ব বাজার ও জয়পাড়া বড় বাজারে দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুন উর রশীদ এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা জয়পাড়ার বিভিন্ন সড়ক দখল করে দোকানপাট স্থাপন করে ব্যবসা করে আসছিল অসাধু ব্যবসায়ীরা। ফলে প্রতিনিয়ত যানজট লেগেই থাকতো। জয়পাড়ার থানার মোড়, কলেজ মোড়, ওয়ান ব্যাংক মোড়সহ বেশ কয়েকটি জায়গায় চরম দুর্ভোগ পোহাতে হতো পথচারীদের। এর ধারাবাহিকতায় যানযট নিরসন করতে পুলিশের সহযোগিতায় মাঠে নামে দোহার পৌরসভা প্রশাসন।
এ বিষয়ে দোহার পৌরসভার মেয়র মো.আলমাছ উদ্দিন বলেন, জনদুর্ভোগ এড়াতে ও ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন দোহার থানার উপ-পরিদর্শক মোঃ হাচান আলী শেখসহ দোহার থানা পুলিশ ও পৌরসভার অন্যান্য সদস্যরা।