কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র্যাব এর অভিযানে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শুভ শেখ (২৭) ও সুজন (২৭) । শনিবার (২০ জানুয়ারী) বিকালে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ।
র্যাব সূত্রে জানা যায়, গত শুক্রবার মধ্যে রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাড্যা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও একটি ছুরি উদ্ধার করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) আমিনুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।