কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মালিভিটা এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে কামরুন নেসা (৫০) নামের এক নারীর গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ জানুয়ারী) সন্ধ্যা সাতটায় আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী দক্ষিণ মালেভিটা এলাকায় বজলুর রহমানের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত কামরুন নেসা স্থানীয় খলিলুর রহমানের মেয়ে। সে স্বামী পরিত্যক্তা ছিলেন। নিহত কামরুন নেসার এক মাত্র মেয়ে বিয়ে হওয়ার পরও সে তার মায়ের সাথে বজলুর রহমানের বাড়িতেই বসবাস করতেন।
বাড়ির মালিক বজলুর রহমান নিহত কামরুন নেসার বড় বোনের মেয়ের জামাই। বজলুর রহমান জায়গা কিনে খালা শ্বাশুরি ও নানী শাশুরীকে থাকতে দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করে উদ্ধার করনে। পরে এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।